কল্কাতার দুপুর
কাঁশারিদের কাঁশির আওয়াজ ঝন্ঝনিয়ে বাজে,
ঘরের ভিতর একটা চড়ুই চেঁচায় কড়ির খাঁজে,
চিলের সরু কাঁপানো ডাক আকাশ হতে আশে,
একটা কাকে আল্শে-পাশে কেবল কলভাষে।
মাঝে মাঝে থাম্ছে ধ্বনি, নীরবতা জাগে,--
শব্দতীত কোন্ সে দেশের পরশ মোরে লাগে!
-শ্রীপ্যারীমোহন সেনগুপ্ত
Not the most inspired poem by this prolific writer perhaps, but these things tend to get lost.
কাঁশারিদের কাঁশির আওয়াজ ঝন্ঝনিয়ে বাজে,
ঘরের ভিতর একটা চড়ুই চেঁচায় কড়ির খাঁজে,
চিলের সরু কাঁপানো ডাক আকাশ হতে আশে,
একটা কাকে আল্শে-পাশে কেবল কলভাষে।
মাঝে মাঝে থাম্ছে ধ্বনি, নীরবতা জাগে,--
শব্দতীত কোন্ সে দেশের পরশ মোরে লাগে!
-শ্রীপ্যারীমোহন সেনগুপ্ত
Not the most inspired poem by this prolific writer perhaps, but these things tend to get lost.