Monday, February 20, 2017

কল্‌কাতার দুপুর [A Calcutta Afternoon]

কল্‌কাতার দুপুর
কাঁশারিদের কাঁশির আওয়াজ ঝন্‌ঝনিয়ে বাজে,
ঘরের ভিতর একটা চড়ুই চেঁচায় কড়ির খাঁজে,
চিলের সরু কাঁপানো ডাক আকাশ হতে আশে,
একটা কাকে আল্‌শে-পাশে কেবল কলভাষে।
মাঝে মাঝে থাম্‌ছে ধ্বনি, নীরবতা জাগে,--
শব্দতীত কোন্‌ সে দেশের পরশ মোরে লাগে!
-শ্রীপ্যারীমোহন সেনগুপ্ত

Not the most inspired poem by this prolific writer perhaps, but these things tend to get lost.